ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মির্জাপুর স্কুলের যুগপূর্তি উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
মির্জাপুর স্কুলের যুগপূর্তি উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ছয় যুগপূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উৎসব শুরু হচ্ছে শুক্রবার।  দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

শুক্রবার বিকেল ৩টায় স্কুল প্রাঙ্গন থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।   এরপর রয়েছে আড্ডা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান।


শনিবার সকালে ব্যাচভিত্তিক আড্ডা হবে।   মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
  এতে প্রধান অতিথি থাকবেন স্কুলের সাবেক শিক্ষার্থী ও পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।   আলোচনা সভার পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেকড়ের টানে প্রাণের ঘ্রাণ-শিরোনামে এই উৎসবে যোগ দিতে সাবেক শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক আকবর হায়দার চৌধুরী ও সদস্য সচিব নূরুল আবছার।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৭
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।