ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের মানুষ মানে হারানো যাবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
চট্টগ্রামের মানুষ মানে হারানো যাবে না বক্তব্য দেন কলকাতার খ্যাতিমান সাংবাদিক গৌতম ভট্টাচার্য

চট্টগ্রাম: কলকাতার খ্যাতিমান সাংবাদিক গৌতম ভট্টাচার্য বলেছেন, কলকাতায় বাঙালিদের দুটি ভাগ করা হয়। একটি ঘটি, আরেকটি বাঙাল। বাঙাল আবার পাঁচ রকমের। বিক্রমপুর, কুমিল্লা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামের।

মঙ্গলবার (২১ মার্চ) রাত আটটায় রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ’র মেজবান হলে একুশে টেলিভিশন (ইটিভি) আয়োজিত ব্রাইট অ্যান্ড ব্রিলিয়ান্ট জার্নালিস্ট অ্যাওয়ার্ড নাইট শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাঁচ রকমের বাঙালদের পরিচয় তুলে ধরে তিনি বলেন, বিক্রমপুরের মানুষের খুব জেদ।

কুমিল্লার মানুষ শান্ত প্রকৃতির। বরিশালের মানুষ সাংঘাতিক।
চট্টগ্রামের মানুষ দুর্জয়, চট্টগ্রামের মানুষ মানে হারানো যাবে না। সিলেটের মানুষ উদ্যোগী, একটি রেস্টুরেন্ট হলেও করবেন।

তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের মুম্বাই। ভারতের মানুষ চট্টগ্রাম দেখতে আসে। কলকাতা থেকে কক্সবাজারে শ্যুটিং করতে আসে। সূর্য সেনের ভিটেমাটি আর প্রীতিলতার জন্মস্থান দেখতে আসে। এখানকার মানুষ মুক্তিযুদ্ধকে খুব মনে রাখে। আমরা সাতচল্লিশকে মনে রেখেছি। মাস্টারদাকে ভুলতে পারি না। আমাদের নাটকে, সিনেমায়, অলিগলিতে মাস্টারদা জাগরূক আছে।

গৌতম বলেন, চট্টগ্রামের অনেক দাবিদার আছেন। আকরাম খান, তামিম। আমি তামিমকে বলতাম, তুমি চট্টগ্রাম থেকে গেলে না কেন!

তিনি বলেন, আমি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম দেখেছি। বিশাল একটি শেখ কামালের ছবি। পুরো স্টেডিয়ামটাই ছবির মতো সুন্দর। আমরা চাই চট্টগ্রামবাসী আওয়াজ তুলুক, আগে চট্টগ্রামে খেলা হবে তারপর চট্টগ্রাম। যেমনটি আমরা ভারতে করেছি। আগে কলকাতা পরে অন্য শহরে।

তিনি বলেন, ম্যারাডোনা বাংলাদেশে এলে চট্টগ্রাম নিয়ে আসবেন।  

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে মিরপুর তীর্থভূমি

বাংলানিউজের রমেনসহ পাঁচজন পেলেন ব্রিলিয়ান্ট অ্যাওয়ার্ড

একুশে টেলিভিশনের ‘অ্যাওয়ার্ড নাইট’ শুরু

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।