ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে সোয়া ৫ হাজার ইয়াবাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টেকনাফে সোয়া ৫ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক অভিযানে ৫ হাজার ৩শ ৯২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও দুইজনকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে পুলিশ উপজেলার হ্নীলা নাটমুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মায়ানমারের আকিয়াব জেলার মংডু থানার বলিবাজারের মৃত ফকির আহমদের ছেলে সিরাজুল মোস্তফা প্রকাশ পুতিয়াকে (২২) আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে আরও দুইজনকে পলাতক আসামি করে পৃথক মামলা দায়েরের পর পুতিয়াকে আদালতে নেওয়া হয়।

অপরদিকে দমদমিয়া বিওপি চেকপোস্টের দায়িত্বরত বিজিবি জওয়ানরা যানবাহনে তল্লাশি চালিয়ে ৩৯২ পিস ইয়াবাসহ গাজীপুরের জয়দেবপুর কোনারপাড়া আবু ছিদ্দিকের ছেলে মো. হাবিবুর রহমানকে (২৫) আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
টিটি/টিসি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।