ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বপন-খোকা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী মাইজপাড়া

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
স্বপন-খোকা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী মাইজপাড়া বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন এম এ মোতালেব

চট্টগ্রাম: সাতকানিয়া ফ্রেন্ডস অরগানাইজেশন আয়োজিত শহীদ স্বপন-খোকা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মাইজপাড়া এলার্ট সোসাইটি চ্যাম্পিয়ান হয়েছে।

সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে সম্প্রতি অনুষ্টিত ফাইনাল খেলায় ১৩ রানে আবাহনী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মাইজপাড়া এলার্ট সোসাইটি। টসে জিতে মাইজপাড়া এলার্ট সোসাইটিকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় আবাহনী।

নির্ধারিত ১৫ ওভারে এলার্ট সোসাইটি ৮ উইকেটে ১২৩ রানের জবাবে আবাহনী নির্ধারিত ১৫ ওভারে ৬ উইকেটে ১১০ রান সংগ্রহ করে। এলার্ট সোসাইটির সিরাজ ২৪ বলে ৩৬ রান করে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন এলার্ট সোসাইটির নেওয়াজ।

সেরা ব্যাটসম্যান এলার্ট সোসাইটির সুজন, সেরা বোলার আবাহনীর সজীব বৈরাগী, সেরা ফিল্ডার আবাহনীর সাঈদ, ফেয়ার প্লে দল হিসেবে এওচিয়া ক্রীড়া পরিষদকে নির্বাচিত করা হয়।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি এম এ মোতালেব। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানজ্জুমান মোল্লা, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, সাতকানিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, অ্যাডভোকেট আহামদ সাইফুদ্দিন সিদ্দিকী, অ্যাডভোকেট প্রদীপ কুমারচৌধুরী, , সাতকানিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মোর্শেদ, লোকমান হাকিম মানিক, রকিবুল হক দীপু, চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, মো. রিদুয়ান উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান, শহিদুল ইসলাম পিন্টু, আমির উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট শাহাদত হোসেন শাহরিয়ার, মাষ্টার মো. ইউনুচ, শহিদুল্লাহ চৌধুরী, কামাল উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২২ঘণ্টা, মার্চ ২১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।