ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ-ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ, বাবা-মেয়ে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
পুলিশ-ইয়াবা ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ, বাবা-মেয়ে আটক অস্ত্র, কার্তুজ, ইয়াবাসহ হামিদুর রহমান (৫৫) ও তার মেয়ে শুক্কুনি (২৫)।

কক্সবাজার: মহেশখালী উপজেলার পৌরসভার পুঁটিবিলার দাসি মাঝি পাড়ায় পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুইজন এসআই এবং এক কনস্টেবল আহত হয়েছেন। একই সময়ে ১ হাজার ১০০ ইয়াবা, ৩টি দেশি বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজসহ বাবা-মেয়েকে আটক করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ইয়াবার আস্তানায় অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। আহত পুলিশরা হলেন মহেশখালী থানার এসআই নিহার ও সঞ্জিত এবং কনস্টেবল রুবেল।

আটকরা হলেন, একই এলাকার চিহ্নিত ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী হামিদুর রহমান (৫৫) ও তার মেয়ে শুক্কুনি (২৫)।

পুলিশ সূত্র জানায়, হামিদের পরিবারের সব সদস্য দীর্ঘদিন ইয়াবা ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল।

এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ১০ রাউন্ড পাল্টা গুলি চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

টিটি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।