ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভাষা দিবসে ঐকতান-রোটারি ক্লাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভাষা দিবসে ঐকতান-রোটারি ক্লাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নয়নমূলক সংগঠন ঐকতানের ব্যবস্থাপনায় এবং রোটারি ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় এক কর্মসূচির আয়োজন করা হয়।

অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি চিকিতসা ক্যাম্পে বিভিন্ন বিভাগের ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা দিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাফ সুজ লিমিটেড’র নির্বাহী পরিচালক জসিম আহমেদ।

এছাড়া অন্যান্যের মধ্যে রোটারিয়ান ডা. শাহানা বেগম, চোধুরী চিরঞ্জিব বড়ুয়া, সালেহ জহুর ফাউন্ডেশন এর এমডি সাইফুদ্দিন জহুর, ঐকতানের উপদেষ্টা মঞ্জুরুল আলম, সৈয়দ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

চিকিতসা ক্যাম্পে অক্সিজেন এলাকার প্রায় ৪০০ গরীব অসহায় মানুষকে ফ্রি ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়।

মার্ক ডায়াগনেস্টিকের সৌজন্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস টেস্ট করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান ডা. বিপ্লব বড়ুয়া। পরিচালনা করেন ঐকতান এর সভাপতি পারভেজ ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৫১ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।