ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন টন শপিং ব্যাগ জব্দ করল পরিবেশ অধিদপ্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭
তিন টন শপিং ব্যাগ জব্দ করল পরিবেশ অধিদপ্তর তিন টন পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয় অভিযানে

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন ওসমানিয়া গলি এলাকায় অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৮ জানুয়ারি) অধিদপ্তরের মহানগর কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহিদুর রহমান অভিযানে নেতৃত্ব দেন।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানকালে জোবায়ের স্টোর থেকে ২ টন ২০০ কেজি এবং ওসমান অ্যান্ড ব্রাদার্স থেকে ৮০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

আইন অমান্য করায় জোবায়ের স্টোরের মালিক জোবায়ের আহমদকে ৫০ হাজার টাকা এবং ওসমান অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. জসিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, পরিবেশ সুরক্ষায় আগামী দিনে নিষিদ্ধ ঘোষিত শপিং ব্যাগের উৎপাদন, বিপণন, বিক্রি ও ব্যবহার বন্ধে অভিযান জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।