ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভোরে নগরী থেকে গ্যাস সংগ্রহ, দিনভর গ্রামে চলে অটোরিকশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, জানুয়ারি ১০, ২০১৭
ভোরে নগরী থেকে গ্যাস সংগ্রহ, দিনভর গ্রামে চলে অটোরিকশা ভোরে নগরী থেকে গ্যাস সংগ্রহ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাঁশখালীর জলদি এলাকার সজীব দাশ। বছর আঠাশের টগবগে তরুণ। সিএনজিচালিত অটোরিকশা চালিয়েই তার সংসারের চাকা ঘুরে। দিনভর উপজেলার সড়কে গাড়ি চালান তিনি। কিন্তু সেখানে যে গ্যাস নেই।

তাই সজীবের রোজকার সূচিটা এমন-ভোর পাঁচটায় নগরের ফিলিং স্টেশন ধরা, গ্যাসভর্তি অটোরিকশা নিয়ে গ্রামে ফেরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে নগরীর মইজ্জারটেক এলাকায় কথা হয় সজীবের সঙ্গে।

সজীব বাংলানিউজকে বলেন, ‘পাঁচ বছর ধরে অটোরিকশা চালাচ্ছি। সিএনজি গ্যাসই একমাত্র জ্বালানি।

কিন্তু উপজেলা পর্যায়ে তো এখনও গ্যাসের কোনো ফিলিং স্টেশন নেই। তাই প্রতিদিন ভোর চারটায় গ্রাম থেকে গ্যাসের জন্য রওয়ানা দিই নগরে। সাড়ে পাঁচটার মধ্যেই পৌঁছে যাই নগরে। এরপর গ্যাস নিয়ে ফিরে যাই গ্রামে। প্রতিদিন এটিই আমাদের সূচি। ’

শুধু সজীব নন, দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোতে যারা সিএনজিচালিত অটোরিকশা চালান তাদের জীবনে এটিই নিয়মিত ঘটনা।

নগরীর পটিয়া ও আনোয়ারার কর্ণফুলী থানাধীন এলাকায় ছয়টি ফিলিং স্টেশন রয়েছে। মূলত এই ছয়টি ফিলিং স্টেশনই এসব এলাকার সিএনজি অটোরিকশার গ্যাসের জোগান দিচ্ছে।

এই ফিলিং স্টেশনগুলো যথাক্রমে পটিয়ার নয়ারহাটের শাহ আলম ফিলিং স্টেশন, চর পাথরঘাটার কর্ণফুলী ফিলিং স্টেশন ও কামাল ফিলিং স্টেশন, চর ফরিদের জিলানি, তৈয়ব শাহ ও ফসিল ফিলিং স্টেশন।

প্রতিদিন ভোর চারটা থেকে ছয়টা-এ সময়ে এসব সিএনজি ফিলিং স্টেশন থেকে তিন হাজারের মতো অটোরিকশা গ্যাস সংগ্রহ করে। এসব সিএনজিগুলো প্রায়ই গ্রামের।

চর পাথরঘাটার কর্ণফুলী ফিলিং স্টেশনের টোকেন যাচাইকারী মোহাম্মদ হারুন বাংলানিউজকে বলেন, ‘আমাদের স্টেশনে মূলত গ্রাম থেকে আসা অটোরিকশাগুলোই আসে। যে ছয়টা ফিলিং স্টেশন এই এলাকায় রয়েছে সবগুলোতেই গ্রাম থেকে আসা অটোরিকশাই গ্যাস সংগ্রহ করে। ’

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।