কর্ণফুলী নদী, ফিশারিঘাট থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর এলাকায় পর্যন্ত ঘুরে বেরিয়েছে বাংলানিউজের চোখ। এসময় বাংলানিউজের লেন্সে বন্দী কিছু মুহূর্ত পাঠকদের জন্য তুলে ধরা হলো।

ভোরের আলো ফুটতে না ফুটতেই কর্মব্যস্ত হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর।
কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষায় বাসস্ট্যান্ডে শীতে কাতর কর্মব্যস্ত নারীর।

শীতের সকালেই কর্মব্যস্ত হয়ে পড়েছে শ্রমিক, ছুটছে কাজের সন্ধানে।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে গম খালাসে মাঝির অধীনে নিয়েজিত শ্রমিকরা একজনের গেইটপাস দিয়ে আরেকজন প্রবেশ করে প্রতিনিয়ত। নিরাপত্তারক্ষীরা তা দেখেও না দেখার ভান ধরে শ্রমিকদের প্রবেশ করতে দেয় অবাধে।
সকাল ৭টা হতে প্রতি মুহূর্তে যানজটে নাকাল কর্মজীবীদের সময় ব্যয় করতে হয় চট্টগ্রাম পোর্ট রোডের সিমেন্ট ক্রসিং এলাকায়।
কর্ণফুলী নদীর ব্রিজঘাটে মাছের টংঘরে ক্রেতার অপেক্ষায় বাঁশ বিক্রেতা করিম আলী।
ভোরের আলো ফুটতেই কর্ণফুলী নদীর ব্রিজঘাটে সকালের মিষ্টি রোদে চাদর মুড়িয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বাঁশ বিক্রেতা করিম আলী।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আইএসএ/টিসি