ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শীতের ভোরে নগর ঘুরে

সকাল সাতটার আগেই যানজটে নাকাল

মো.মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৪, জানুয়ারি ১০, ২০১৭
সকাল সাতটার আগেই যানজটে নাকাল সাতটা বাজার আগেই যানজটে নাকাল। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পুবের আকাশে উঁকি দিচ্ছে সূর্য। তখনো শুরু হয়নি অফিসের কর্মব্যস্ততা। রাস্তায় নামেনি ব্যক্তিগত গাড়ি। এরপরও মঙ্গলবার সকাল সাতটায় যানজটে নাকাল হতে হয়েছে ইপিজেডমুখী যানবাহন ও চাকরিজীবীদের।

দীর্ঘ যানজটের কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই গাড়ি থেকে নেমে হেঁটে গেছেন কিছুদুর। তারপর আবার গাড়িতে চেপে কর্মস্থলে যাওয়ার প্রাণান্ত চেষ্টা দেখা গেছে।

মঙ্গলবার সকাল পৌনে সাতটা থেকে সোয়া সাতটা পর্যন্ত নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় অবস্থান করে দেখা গেছে, সল্টগোলা ক্রসিং থেকে বন্দর পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি। এর অধিকাংশই ইপিজেডমুখী।

যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি রয়েছে প্রাইমমুভার ও কাভার্ড ভ্যান।

স্থানীয় কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকালে সল্টগোলা ক্রসিং এলাকায় যানজট লেগেই থাকে। এর অন্যতম কারণ ট্রাফিক আইন না মানা। সাতটা বাজার আগেই যানজটে নাকাল

স্থানীয় দোকানদার আজিম উদ্দিন বলেন, সকালে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকে না। ফলে চতুর্থমুখী এ সড়কে যে যার মতো গাড়ি চালায়। অন্যদিকে বন্দরের সিসিটি গেইট দিয়ে প্রাইমমুভার ও কাভার্ড ভ্যান ঢুকে। এতে যানজট আরও তীব্র হয়।

দীর্ঘ যানজট এড়াতে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন নগরীর ইপিজেডের একটি কারখানার চাকরিজীবী মোহাম্মদ ইরফান। তিনি বলেন, সকাল ৯টার আগেই অফিসে পৌঁছাতে হবে। এখানে যে যানজট তাতে ঘণ্টার পার হয়ে যাবে। তাই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে অফিসে যাব।

কেবল ইরফানই নয়, যানজটের কারণে অনেক যাত্রীই গাড়ি থেকে নেমে কর্মস্থলে পৌঁছাতে ব্যতিব্যস্ত। তবে যারা কোম্পানির গাড়িতে রয়েছেন তাদের গাড়িতে বসে থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।