চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অনুশীলন মাঠে ৩ দিনব্যাপী শুরু হওয়া উন্নয়ন মেলার ১ম দিনের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় জেলা শিল্পকলা একাডেমি।
‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ/ বাংলার খ্রীষ্টান, বাংলার মুসলমান/ আমরা সবাই বাঙালি’।
এরপর স্বপন দাশের পরিচালনায় ‘বেলী ফুল এনে দাও, চাইনা বকুল’ এ গানের সাথে নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিল্পীবৃন্দ।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোছলেম উদ্দিন সিকদারের সঞ্চালনে এরপর মঞ্চে আসেন শিল্পী সুরাইয়া ইসলাম রাইসা। ‘আশা পূর্ণ হলো না, মনের বাসনা’ ও ‘শত জনমের স্বপ্ন, তুমি আমার জীবনে এলে’ এ গান দুইটি পরিবেশন করে শিল্পী রাইসা দর্শকদের মনযোগ আকর্ষণ করেন।
এরপর মঞ্চে উঠেন জনপ্রিয়া শিল্পী আবদুর রহিম। তিনি গেয়ে উঠেন ‘করিমানা কাম ছাড়ে না মদনে/প্রেম রসিকা হব কেমনে’। এরপর মঞ্চে আসেন শিল্পী অনন্যা সেন নিপা।
এর আগে বিকেলে ‘মুক্তিযুদ্ধ ও অর্থনৈতিক উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী। জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মোহাম্মদ সাহাবউদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহমদ।
এবার উন্নয়ন মেলায় চট্টগ্রামের ৯৫টি প্রতিষ্ঠানের ১০৭ স্টল অংশ নিয়েছে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উম্মুক্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারী ৯, ২০১৭
এসবি/টিসি