চট্টগ্রাম: তালত ভাইয়ের মোটরসাইকেলটি নিয়ে একটু ঘুরে আসি বলে বের হয়েছিলেন মহিউদ্দিন (২২)। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চলে গেছেন না ফেরার দেশে। সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে হাটহাজারীর নন্দীরহাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজেদুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।
তিনি বলেন, হেলমেট ছাড়াই দ্রুতগতিতে মোটরসাইকেল হাঁকাচ্ছিলেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ বটতলী এলাকার তালুকদার বাড়ির সালামত আহমদের ছেলে মহিউদ্দিন।
এ সময় একটি সিএনজি অটোরিকশায় লেগে পড়ে যায় মোটরসাইকেলটি। এরপর হাটহাজারীমুখী একটি বাস মোটরসাইকেলের সামনের চাকার ওপর দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই মারা যান মহিউদ্দিন।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।