ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিনটি অগ্নিকাণ্ডে ৩৪ লাখ টাকার ক্ষতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
তিনটি অগ্নিকাণ্ডে ৩৪ লাখ টাকার ক্ষতি

নগরীর কলসি দীঘির পাড় ও দেওয়ানহাট এবং হাটহাজারী উপজেলায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম: নগরীর কলসি দীঘির পাড় ও দেওয়ানহাট এবং হাটহাজারী উপজেলায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (০৮ জানুয়ারি) দিনগত রাত দুইটা থেকে তিনটার দিকে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর সরোয়ার জাহান বাংলানিউজকে বলেন, ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড় ওমর শাহ পাড়ায় রাত দুইটায় জাহাঙ্গীর আলমের দুটি গ্যারেজে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড ও বন্দর স্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৬টি সিএনজি অটোরিকশা পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি জানান, ডবলমুরিং থানার দেওয়াহাটের আলমগীর মার্কেটে রাত ২টা ৪০ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশনের চারটি গাড়ি পাঠানো হয়। রাত ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে আবদুল ওহাব লেদু, আবদুল আজিজ, আমির হোসেনের দোকান পুড়ে যায়। ক্ষতি হয় ৯ লাখ টাকার।

এদিকে হাটহাজারী থানার মির্জাপুর সরকার হাট সওদাগর বাড়িতে রাত তিনটায় ছয় মালিকের নয় কক্ষের দুটি কাঁচা বসতঘরে আগুন লাগে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।

হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি ভোর পাঁচটা ১০ মিনিটে আগুন নির্বাপণে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।