ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পেকুয়ায় ঘরের দেয়াল চাপায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, জানুয়ারি ৬, ২০১৭
পেকুয়ায় ঘরের দেয়াল চাপায় নারী নিহত কক্সবাজার

কক্সবাজার: পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে বটতলিয়া পাড়া এলাকায় ঘরের মাটির দেয়াল চাপা পড়ে দিলোয়ারা বেগম (৩৫) নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন একই পরিবারের আরও দুই সদস্য। নিহত দিলোয়ারা বেগম একই এলাকার আমির আলীর মেয়ে।

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুর ২টা দিকে বাড়ি সংস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
আহতরা হলেন, নিহতের ভাই আবু তাহের ও অপর ভাই আবুল হোসেনের স্ত্রী রেনোয়ারা বেগম। এদের মধ্যে রেনোয়ারা বেগমের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।
 
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
 
টিটি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।