ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নগরীতে ২ চোর আটক, ১০৫ মোবাইল উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, জানুয়ারি ৪, ২০১৭
নগরীতে ২ চোর আটক, ১০৫ মোবাইল উদ্ধার

চট্টগ্রাম: নগরীতে ১০৫টি মোবাইলসহ দুজন চোরকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুজন হল, নূর আলম (১৮) এবং মো.ইউসুফ (২৩)।

অভিযানে নেতৃত্ব দেয়া নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বাংলানিউজকে জানিয়েছেন, দুজন নগরীর বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি করে এবং সেগুলো স্টেশন রোডে এনে নির্দিষ্ট গ্রাহকদের কাছে বিক্রি করে।   এর বাইরে চোরাই মোবাইল চোরদের কাছ থেকে কিনেও বিক্রি করে তারা।

তাদের বিরুদ্ধে নগরীর কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।