রোববার ( ১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তারা দিয়াজের বাসায় অাসেন।
ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদের সাথে আরও সাতজন চিকিত্সক রয়েছেন।
এ সময় সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান ছাড়াও অাইন প্রয়োগকারী সংস্থা উপস্থিত অাছেন।
ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ দিয়াজের মরদেহ যেখান থেকে নামানো হয়েছে সেখানে খতিয়ে দেখছেন।
এরপর দিয়াজের ঝুলন্ত মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা ম্যাজিস্ট্রেট, হাটহাজারী থানার তদন্ত কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে তারা কথা বলবেন।
এর আগে ২৮ ডিসেম্বর দিয়াজের ময়নাতদন্তকারী তিন চিকিৎসক চট্টগ্রামে আসার কথা থাকলেও তা পিছিয়ে রোববার (১ জানুয়ারি) করা হয়।
গত ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুই নম্বর গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
জেইউ/টিসি