ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু বহুমাত্রিক হল’ উদ্বোধন শুক্রবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, ডিসেম্বর ২৯, ২০১৬
প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু বহুমাত্রিক হল’ উদ্বোধন শুক্রবার

ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও ‘বঙ্গবন্ধু বহুমাত্রিক হল’ উদ্বোধন হচ্ছে শুক্রবার (৩০ ডিসেম্বর)। ক্লাবের টপ ফ্লোরে নির্মিত ডুপ্লেক্স (দ্বিতল বিশিষ্ট) ৩০০ আসনের আধুনিক থিয়েটার হলটি নির্মাণে আর্থিক সহায়তা দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।  

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ও ‘বঙ্গবন্ধু বহুমাত্রিক হল’ উদ্বোধন হচ্ছে শুক্রবার (৩০ ডিসেম্বর)। ক্লাবের টপ ফ্লোরে নির্মিত ডুপ্লেক্স (দ্বিতল বিশিষ্ট) ৩০০ আসনের আধুনিক থিয়েটার হলটি নির্মাণে আর্থিক সহায়তা দেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

 

সকাল সাড়ে নয়টায় ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। কমোডর এডব্লিউ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম প্রধান অতিথি এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিকেল তিনটায় দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে একটানা চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬

এআর/টিসি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।