ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মঞ্চনাটক শিল্পমাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
মঞ্চনাটক শিল্পমাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত

দেশের খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশিদ বলেছেন, বিজয়ী বাঙালির অগ্রবান যে ধারাটি মুক্তবুদ্ধি চর্চা এবংঅসম্প্রদায়িক চেতনাবোধ নিয়ে এগিয়েছিল, তারই ধারাবাহিকতায় মঞ্চনাটক শিল্পমাধ্যম হিসেবে এদেশে স্বকীয় ধারায় সুপ্রতিষ্ঠিত হয়েছে দেশমাতৃকার জন্য স্বপ্নবোনা ইস্পাত কঠিন অঙ্গিকার ও সর্বমানবতার মুক্তির জয়গান প্রতিনিয়ত মঞ্চকর্মীরা মঞ্চের আলোয় উচ্চারিত করেযাচ্ছে।

চট্টগ্রাম: দেশের খ্যাতিমান নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশিদ বলেছেন, বিজয়ী বাঙালির অগ্রবান যে ধারাটি মুক্তবুদ্ধি চর্চা এবং সাম্প্রদায়িক চেতনাবোধ নিয়ে এগিয়েছিল, তারই ধারাবাহিকতায় মঞ্চনাটক শিল্পমাধ্যম হিসেবে এদেশে স্বকীয় ধারায় সুপ্রতিষ্ঠিত হয়েছে দেশমাতৃকার জন্য স্বপ্নবোনা ইস্পাত কঠিন অঙ্গিকার ও সর্বমানবতার মুক্তির জয়গানপ্রতিনিয়ত মঞ্চকর্মীরা মঞ্চের আলোয় উচ্চারিত করেযাচ্ছে।

রোববার (২৫ ডিসেম্বর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে (টিআইসি) ৩ দিনব্যাপী তির্যক নাট্যমেলার সমাপনী দিনে  তিনি এসব কথা বলেন।

তির্যক নাট্যদল প্রধান আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে মামুনুর রশিদ বলেন, মুক্তিযুদ্ধ ছিল সর্বশৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তি আমরা ১৯৭১ সালে স্বাধীনতার আস্বাদ পেলেও সত্যিকার মানবিক চেতনাবোধ  এবং সর্বশ্রেণির বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রাদর্শ এখনো গড়ে উঠেনি। তাই স্বাধীনতার ৪৫ বছরে এসেও জাতির কিছু মৌলিক বিষয়ে আমরা ঐক্যমতে থাকতে পারছিনা।

তির্যক নাট্যমেলার সমাপনী দিনে ‘কেন নাটক করি’ শীর্ষক মুক্ত আলোচনা, ‘একটি পতাকার জন্ম’ শীর্ষক মুক্তিযুদ্ধের প্রামণ্যচিত্র প্রদর্শনী,সংগীতানুষ্ঠান ও মঞ্চনাটকের প্রদর্শনী হয়।  এতে সংগীত পরিবেশন করেন গীতধ্বনি সংগীত অঙ্গন, নৃত্য পরিবেশন করে ওডিসি এন্ড টেগোরডান্স মুভমেন্ট সেন্টার।  বিকেল পাঁচটায় লেকচার থিয়েটার প্রদর্শীত হয় মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র।

সন্ধ্যা ৬টায় টিআইসি মিলনায়তনে তির্যক নাট্যদল পরিবেশন করে দলের নতুন প্রযোজনা কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত এবং আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘তরঙ্গভঙ্গ। এতে অভিনয় এবং নেপথ্যে রয়েছেন সুজিত চক্রবর্তী, অমিত চক্রবর্তী, রমিজ আহমেদ, রিপনবড়ুয়া, মাহবুবুল ইসলাম রাজিব, মুফিজুর রহমান, জুয়েল চাকমা, জয়া বড়ুয়া, নুরুদ্দিন নিহাল, কিরীটি সাহা, আহমেদ ইকবাল হায়দার, একেএম. ইছমাইল, শায়লা শারমিন, মিখাইল মোহাম্মদ রফিক, লাকী আমিন।  পোষাক পরিকল্পনায় ছিলেন নায়লা আজাদ নুপুর।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।