ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে হিযবুত তাহরীর কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, ডিসেম্বর ২২, ২০১৬
চট্টগ্রামে হিযবুত তাহরীর কর্মী আটক

নগরীতে মো.ইসমাইল (২৬) নামে হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম: নগরীতে মো.ইসমাইল (২৬) নামে হিযবুত তাহরীরের এক কর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসমাইলকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আটকের পর ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

গত জুলাইয়ে কোতয়ালি থানা পুলিশের হাতে গ্রেফতারের পর থেকে কারাগারে ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির সক্রিয় কর্মী ইসমাইল।  

কোতয়ালি থানার মামলাটিতে জামিন আদেশ পৌঁছানোর পর বৃহস্পতিবার বিকেলে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর-দক্ষিণ) পরিতোষ ঘোষ বাংলানিউজকে বলেন, হিযবুত তাহরীরের কর্মী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।   তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা সেটা যাচাইবাছাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।