ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি স্কুলে ভর্তি

ক ক্লাস্টারের ফল শুক্রবার, অনুপস্থিত ৫৪৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ক ক্লাস্টারের ফল শুক্রবার, অনুপস্থিত ৫৪৯

ক ক্লাস্টারের ৪ স্কুলের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দফার এ পরীক্ষায় ৫৪৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।  ক ক্লাস্টারে ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৫০৯ জন।

চট্টগ্রাম: ক ক্লাস্টারের ৪ স্কুলের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দফার এ পরীক্ষায় ৫৪৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
ক ক্লাস্টারে ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৫০৯ জন।
 
শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে ক ক্লাস্টারে পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হবে।
 
বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত  ক ক্লাস্টারের ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির এবং দুপুর ২টা থেকে বেলা ৪টা পর্যন্ত ক ক্লাস্টারের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, ৮টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ক ক্লাস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক ক্লাস্টারে-কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৪ হাজার ৪৪৩টি আবেদন জমা দিয়েছিল।  ২৩ ডিসেম্বর খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
ক ক্লাস্টারের ফলাফল কখন দেওয়া হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে। পরীক্ষার সব খাতা কাটা সম্পন্ন হলে শুক্রবার মধ্যরাতের মধ্যে ফলাফল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
 
কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ৫ম শ্রেণির ৩ হাজার ৩০৪ জন ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে ৩ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ৫ম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
 
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান বাংলানিউজকে বলেন, ৫ম শ্রেণির ৩ হাজার ২৬৬ জন ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে ৩ হাজার ১২৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ৫ম শ্রেণির ১৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেবি দাশ বাংলানিউজকে বলেন, ৫ম শ্রেণির ১ হাজার ২১৪ জন ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে ১ হাজার ১৫৮ জন, ৬ষ্ঠ শ্রেণির ২ হাজার ১৯৪ ভর্তিচ্ছু আবেদনকারীর মধ্যে ২ হাজার ৯১ জন, ৭ম শ্রেণির ৬০০ ভর্তিচ্ছু আবেদনকারীর মধ্যে ৫৬৪ জন, ৮ম শ্রেণির ৫৭২ জন ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে ৫৪৮ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ৫ম শ্রেণিতে ৫৬, ৬ষ্ঠ শ্রেণিতে ১০৩ জন, ৭ম শ্রেণিতে ৩৬ ও ৮ম শ্রেণিতে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
 
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সূচরিতা দাশ বাংলানিউজকে বলেন, ৫ম শ্রেণির ৬২৯ জন ভর্তিচ্ছু আবেদনকারীদের মধ্যে ৫৫৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। ৫ম শ্রেণির ৭৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
 
২৩ ডিসেম্বর খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৭৭৬টি। এরমধ্যে ৫ম শ্রেণিতে ৭ হাজার ৭৪৫টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৭ হাজার ৪৯৯টি, ৭ম শ্রেণিতে ১ হাজার ১৯টি, ৮ম শ্রেণিতে ১ হাজার ৩১২টি ও নবম শ্রেণিতে ৩ হাজার ২০১টি। গ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ১১ হাজার ৩০৫টি। এরমধ্যে ৫ম শ্রেণিতে ৪ হাজার ৫১১টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ৪৮৪টি, ৮ম শ্রেণিতে ১ হাজার ৭৯টি ও নবম শ্রেণিতে ২ হাজার ২৩১টি।
 
বাংলাদেশ সময় : ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।