ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় মামলা

নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন মানিক (২৫) খুন হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নিহতের স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে কোতোয়ালী থানায় এই মামলাটি করেন।

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম হোসেন মানিক (২৫) খুন হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে নিহতের স্ত্রী লুৎফুন নাহার বাদি হয়ে কোতোয়ালী থানায় এই মামলাটি করেন।

 মামলায় খুনের দিন ঘটনাস্থল থেকে আটক হওয়া মোহাম্মদ রানাসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ বাংলানিউজকে বলেন, ‘খুন হওয়া ইব্রাহিম হোসেন মানিকের স্ত্রী বাদি হয়ে মামলাটি করেন।

  মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০জনকে আসামি করা হয়েছে। ’

এদিকে গ্রেফতার রানাকে সোমবার মহানগর হাকিমের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করার কথা রয়েছে পুলিশের।

এ বিষয়ে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ বলেন, ‘রানাকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন করবো আমরা। ’

 

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।