ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উড়ন্ত হাসপাতালটি আবার আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
উড়ন্ত হাসপাতালটি আবার আসছে ছবি: সংগৃহীত

অরবিসের অত্যাধুনিক উড়ন্ত হাসপাতালটি চতুর্থবারের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ল্যান্ড করবে। মঙ্গলবার (০৮ নভেম্বর) এ লক্ষ্যে পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অরবিস ইন্টারন্যাশনাল ইউএস’র কর্মকর্তারা এ তথ্য জানান।

চট্টগ্রাম: অরবিসের অত্যাধুনিক উড়ন্ত হাসপাতালটি চতুর্থবারের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ল্যান্ড করবে। মঙ্গলবার (০৮ নভেম্বর) এ লক্ষ্যে পাহাড়তলীর চট্টগ্রাম চক্ষু হাসপাতালে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অরবিস ইন্টারন্যাশনাল ইউএস’র কর্মকর্তারা এ তথ্য জানান।

সব কিছু ঠিক থাকলে ২০১৭ ‍সালে তিন সপ্তাহ অবস্থান করে উড়ন্ত হাসপাতালটি এ জনপদের জটিল কিছু রোগীকে চিকিৎসাসেবা দেবে।   

বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী।

সভায় চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন অরবিস ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু উড়ন্ত হাসপাতাল নয় অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ২০০১ সালে এখানে শিশুদের চক্ষ‍ু চিকিৎসা বিভাগ চালু হয়। সেই থেকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা শিশুদেরও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

সভায় শিশুর অন্ধত্ব নিবারণ, দক্ষ মানবশক্তি তৈরিতে চক্ষু হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য তিনি অরবিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, উড়ন্ত হাসপাতাল চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উড়ন্ত হাসপাতালের স্বনামধন্য চক্ষু চিকিৎসকরা ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে বাংলাদেশের চক্ষু চিকিৎসকদের তত্ত্ব ও ব্যবহারিক উভয় বিষয়ে প্রশিক্ষণ দেবে।  

তিনি বলেন, অরবিস ইন্টারন্যাশনালের সহায়তা ছাড়া আমরা আমাদের সেবা জনগণের কাছে পৌঁছাতে পারতাম না।

অরবিসের উড়ন্ত চক্ষু হাসপাতালের এশিয়া অঞ্চলের ম্যানেজার জোখান বারলেটা ক্রসবি বলেন, ইতিপূর্বে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল আরও তিনবার উড়ন্ত হাসপাতাল প্রোগ্রামের ব্যবস্থা করেছে। এতে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে চক্ষু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন।

এ প্রোগ্রামের মাধ্যমে মূলত চক্ষুবিষয়ক সর্বশেষ চিকিৎসা ব্যবস্থাসহ প্রচলিত ব্যবস্থার উন্নত সংস্করণের সাথে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি জানান।

সভায় উপস্থিত ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল উড়ন্ত চক্ষু হাসপাতাল প্রোগ্রামের ম্যানেজার কলি এ্যানবেচটোল্ড, অরবিস ইন্টারন্যাশনালের পরিচালক (অপারেশন) ক্রিস্টিনা মারিয়া বোহানস্কি, অরবিস ইন্টারন্যাশনাল উড়ন্ত চক্ষু হাসপাতাল প্রোগ্রামের লজিস্টিক ম্যানেজার মরিচ গিয়ারি, অরবিস বাংলাদেশের প্রোগ্রাম পরিচালক মো. আলাউদ্দিন, ডা. হোসেন, আইসিও’র পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, হাসপাতালের কনসালটেন্ট ডা. রাজিব হোসেন, ব্যবস্থাপক তাপস চৌধুরী, সহকারী ব্যবস্থাপক মো. শাহ আলম হাওলাদার, বিশ্বজিৎ পাল প্রমুখ।

সভা শেষে অরবিসের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।