ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকিতে পুলিশ কর্মকর্তার জিডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকিতে পুলিশ কর্মকর্তার জিডি

চট্টগ্রাম: স্বেচ্ছাসেবক লীগ নেতার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি করেছেন বোয়ালখালী থানায় কর্মরত শিক্ষানবীশ উপ-পরিদর্শক (পিএসআই) দেলোয়ার হোসেন।  

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ডায়েরি দায়ের করেন দেলোয়ার।

  জিডি নম্বর ১০৬৮।

পিএসআই’র জিডি দায়েরের বিষয়টি স্বীকার করে বোয়ালখালী থানার ওসি মো.সালাহউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, দেলোয়ার সাহেব হুমকি পেয়েছেন।
  সেজন্য থানায় জিডি করেছেন।   এটা একটা নরমাল বিষয়।   কেউ হুমকি পেলে স্বাভাবিকভাবেই জিডি করবে।

পুলিশ সূত্রমতে, জিডিতে উল্লেখ করা হয়েছে, বুধবার ০১৮৪৩১৮৩৮৪০ নম্বর থেকে আবু সাহাদাৎ সায়েম নামে একজন ফোন করে দেখে নেওয়ার হুমকি দেয়।   প্রথমে সে নিজেকে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দেয়।  

ওসি জানান, পিএসআই দেলোয়ার নিজেই অনুসন্ধানে নেমে জানতে পারেন সায়েম ভূমি অফিসে কাজ করে দেয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে।   তাকে সবাই ভূমি অফিসের দালাল হিসেবে চিনে।

তবে বোয়ালখালীতে সায়েম উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি পরিচয় দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কথা বলার জন্য আবু সাহাদাৎ সায়েমের মোবাইলে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।