ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেডিসনে চলছে শোয়েব ফারুকীর আলোকচিত্র প্রদর্শনী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
রেডিসনে চলছে শোয়েব ফারুকীর আলোকচিত্র প্রদর্শনী ছবি: উজ্জ্বল ধর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে শুরু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকীর একক প্রদর্শনী।  

শনিবার (০৫ মার্চ) বিকেল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে মাসব্যাপী।



চট্টগ্রামের আলোকচিত্রীদের সৃজনশীল কর্মকাণ্ডকে দেশ-বিদেশে পরিচয় করিয়ে দিতে হোটেল রেডিসন ব্লু  এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিয়ান বিজনেস ফোরামের প্রেসিডেন্ট ড.মাহমুদ হাসান।
  এসময় রেডিসন ব্লু  হোটেলের ব্যবস্থাপনা পরিচালক গিয়ার সিক্কোও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শোয়েব ফারুকী সাংবাদিকদের জানান, প্রথম দফায় তার তোলা ৩৩টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।   মাসব্যাপী প্রদর্শনীতে তিনি মোট ৭০টি ছবি প্রদর্শন করবেন।

‘ছবিগুলো আসলে আমার অন্তরের আলো দিয়ে যা তোলা সেটাই আমি প্রদর্শন করার চেষ্টা করেছি।    এখানে নির্দিষ্ট কোন থিম নেই।   তবে বাংলাদেশের ছবি আছে, নেপালের ছবি আছে, মালয়েশিয়ার ছবি আছে।   মিক্স থিম।   এখানে মাটির ছবি আছে, মাইক্রো ফটোগ্রাফি আছে, ল্যান্ডস্কেপ আছে, হেরিটেজের ছবি আছে।   বিশ্বের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হয়ে পুরস্কার পেয়েছি, আমার তোলা এমন ছবিও আছে। ’ বলেন শোয়েব ফারুকী।  

প্রতিদিন প্রদর্শনী চললেও শনিবার বিশেষ দিন হিসেবে রেডিসন ব্লু  প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।