ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চন্দন সিনহা’র বাবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, জানুয়ারি ১৪, ২০১৬
চন্দন সিনহা’র বাবার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুন্ডেশ্বরী পরিবারের সন্তান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী চন্দন সিনহা’র বাবা প্রয়াত গৌরাঙ্গ সিনহা’র শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে প্রয়াতের আত্মার শান্তি কামনায় কুন্ডেশ্বরী ভবনে আয়োজন করা হয় শাকান্ন ভোজ।



এতে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এটিএন নিউজের পরিচালক আবু বকর চৌধুরী, এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নি সাহা, মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত, এটিএন বাংলার পরিচালক (বার্তা) মাকসুদুর রহমান, ইকবাল হোসেন, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জ ই মামুন, আফসানা মিমি, রাউজান পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ পালিত ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রয়াতের স্বজনরা যোগ দেন।

গৌরাঙ্গ সিনহা ৭৭ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর রাজধানীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবসস্থায় পরলোক গমন করেন।


বাংলাদেশ সময়: ২০২৪ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।