ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টাকা ভাগাভাগি নিয়ে ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

চট্টগ্রাম: টাকা ভাগাভাগি নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনায় মামুন ওরফে প্রকাশ (২২) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন ছিনতাইকারী।



সোমবার রাতে নগরীর কোতয়ালী থানার মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় আহত তিনজন সহ মোট আটজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।


নিহত মামুন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাসিন্দা শাহ আলমের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় উত্তেজনার বশে ছুরিকাঘাত করলে মামুন নামে একজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে নেজাম, রুবেল ও হানিফ নামের তিন ছিনতাইকারী।

এ ঘটনায় পুলিশ মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠ থেকে দুইজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকা থেকে আহত তিনজনসহ আরও ছয়জনকে আটক করে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, রাতে আহত অবস্থায় তিনজন এসে মেডিক্যালে ভর্তি হয়। পরে পুলিশ এসে তাদের আটক করে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।