ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ৭টি দোকান

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ৭টি দোকান ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর আগ্রাবাদ ও পটিয়া উপজেলায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি সেমিপাকা দোকান পুড়ে গেছে।   মঙ্গলবার সকালে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ দুইটি অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।



আগুনে মোট সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, পটিয়া উপজেলার স্টেশন রোড এলাকায় কামালবাজারে সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগে।
এতে পাঁচটি সেমিপাকা দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া দুইঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।   আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে আগুনে দুইটি সেমিপাকা দোকান পুড়ে গেছে।   সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

আগ্রাবাদ স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।   আগুনে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।