ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘কিংবদন্তির কথা বলছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
‘কিংবদন্তির কথা বলছি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে নগরীর হাজারী লেন ক্যাম্পাসে ‘কিংবদন্তির কথা বলছি’ শিরোনামের একটি দেয়ালিকার উন্মোচন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন প্রধান অতিথি হিসেবে দেয়ালিকাটির উদ্বোধন করেন।



বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ ও অনুপ কুমার বিশ্বাস।

এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমদ রাজিব চৌধুরী, আইন বিভাগের শিক্ষক মেহের নিগার, হুমাইরা নওসিন ঊর্মি, ফাহমিদা কাদের, ইয়াসমিন ফারজানা, সঞ্জয় বিশ্বাস, ফরিদ উদ্দিন নোমান, সালমা মরিয়ম, মেহেরুন নেছা বেগম, তাকমিনা কামাল, হিল্লোল সাহা, তাহমিনা সানজিদা, আইনুন জারিয়া, জাবেদ আরাফাত, সুরিনা তারজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছাত্রসমাজকে জানতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১,২০১৬
টিএইচ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।