ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এম এ আজিজের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এম এ আজিজের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জননেতা এম এ আজিজের আদর্শ অনুসরণ করে যুব সমাজের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন মহানগর যুবলীগ নেতারা।

সোমবার সকালে জননেতা এম এ আজিজের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এ আহবান জানান বক্তারা।

  এর আগে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ নেতারা।

এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, নগর যুবলীগের সদস্য আকবর হোসেন, হাসান মুরাদ বিপ্লব, মাহবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, এস এম সাঈদ সুমন, নুরুল আনোয়ার, আবদুর রাজ্জাক দুলাল, শেখ নাছির আহম্মদ, নুরুল আলম মিয়া, সনত বড়ুয়া, আলমগীর আলম, আজিজ উদ্দিন, এস এম ফারুক, শাহেদুল ইসলাম শাহেদ, মাহবুবুর রহমান মাহফুজ, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, তানভীর আহমদ রিংকু, খোরশেদ আলম রহমান, ওয়ার্ড যুবলীগের মধ্যে সাদেকুর রহমান সাদেক, মো. ইকবাল, মাঈনুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, সালাউদ্দিন, আলমগীর বাদশা, ফসিউল আলম সমীর, সিজার বড়ুয়া, গোলাম মোস্তফা মোস্তাক, শেখ হারুন, আসলাম কামাল, আবদুল আজিজ, জাফর ইকবাল, মো. হোসেন, ফসিউল আলম রিয়াদ, মো. নাহিদ, তাহের খান, সোহেল পারভেজ, জামাল উদ্দিন হিরু প্রমুখ।


বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রুপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।   এজন্য আমাদের জননেতা এম এ আজিজের আদর্শ অনুসরণ করা উচিত।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।