ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬।   সোমবার (১১ জানুয়ারি) সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘এরকম প্রতিযোগিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়ে।
তাদের মেধা ও মননের সুপ্ত বিকাশ ঘটে। পাশাপাশি পারস্পরিক সম্পর্কও বৃদ্ধি পায়।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড চট্টগ্রাম বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৫টি ইভেন্টে জেলার ১৪টি উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানসহ প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে।

প্রতিযোগিতা শেষে সোমবার বিকেলে জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশ সময় : ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।