ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কুমিরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
কুমিরায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ ছবি: প্রতীকী

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিরা-ভাটিয়ারি অংশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৫০ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



জিআরপি থানার এসআই দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ১৯/২-৩ সেকশনে আপ লাইনের ওপর মরদেহটি পাওয়া গেছে। খুব সম্ভব চট্টগ্রাম ছেড়ে যাওয়া কোনো ট্রেনের নিচে পড়েই লোকটি নিহত হয়েছেন।
তার মাথার পেছনে মগজ বেরিয়ে গেছে। বাম পায়ের হাঁটুর নিচে ভেঙে গেছে।

তিনি জানান, নিহতের পরনে সাদা-কালো রঙের একটি ফুলহাতা সোয়েটার, সাদা ও হালকা গোলাপি রঙের চেক শার্ট এবং মেটে রঙের ডোরাকাটা লুঙ্গি। পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র, মোবাইল নম্বর ইত্যাদি কিছুই পাওয়া যায়নি। লাশটি বর্তমানে থানায় রয়েছে।  

এসআই মনোরঞ্জন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (নম্বর: ১) দায়ের করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।