ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজামীর ফাঁসির রায় বহাল

গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল ও সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল ও সমাবেশ ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের নেতারা। তারা দ্রুত নিজামীর ফাঁসি কার্যকরের দাবি জানান।



সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার খবর আসার পর বুধবার সকাল সোয়া ১১টায় নগরীর চেরাগী মোড়ে সমাবেশ করেন গণজাগরণ মঞ্চের নেতারা। সমাবেশ শেষে রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল বের করেন তারা।
মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় ঘুরে পুনরায় চেরাগী মোড়ে চলে আসে।

সমাবেশ বক্তব্য দেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান প্রমুখ।

গণজাগরণ মঞ্চের আহ্বায়ক চন্দন দাশ বলেন, ‘পাকিসন্তান সন্ত্রাসী ও জঙ্গির উর্বরভূমি রাষ্ট্র হিসেবে বিশ্বে স্বীকৃতি পেয়েছে। আজ যখন আমাদের দেশে মানবতাবিরোধীদের বিচার হচ্ছে তখন তারা ওদের পাশে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। এদেশে অবস্থিত পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক। ’

গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ‘নিজামীর ফাঁসির রায় বহাল রাখা আমাদের আন্দোলনের বিজয়। এটি আমাদের আন্দোলনের ফসল। একাত্তরে নিজামী আলবদর বাহিনীর প্রধান কমান্ডার ছিল। তার সেকেন্ড কমান্ড মুজাহিদের ফাঁসি হলো। এখন দ্রুত নিজামীর ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে জাতীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হোক। ’

উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সুনীল ধর বলেন, ‘একজন মুক্তিযুদ্ধবিরোধীও বেঁচে থাকা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। গণজাগরণ মঞ্চের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। আইন করে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি এদেশে চলতে পারে না। ’

রাশেদ হাসান বলেন, স্বাধীনতা-বিরোধীরা দীর্ঘদিন ধরে এদেশে ঘাঁটি গড়েছিল। তারা এদেশের মন্ত্রী হয়ে গাড়িতে আমাদের পতাকা উড়িয়েছিল। কিন্তু আজ তারা বিচারের মুখোমুখি হচ্ছে। এটা আমাদের প্রতি তাদের অপমানের প্রতিশোধ। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭, জানুয়ারি ০৬, ২০১৫
টিএইচ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।