ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শোক

প্রকৌশলী মাহমুদ উল ইসলাম

চট্টগ্রাম প্রতিনিধি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
প্রকৌশলী মাহমুদ উল ইসলাম মাহমুদ উল ইসলাম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও চট্টগ্রাম ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদ উল ইসলামের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম ও যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী।

বুধবার এক বিবৃতিতে তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আত্মার মাগফেরাত কামনা করেন।



সোমবার (৪ জানুয়ারি) রাত আটটা ২০ মিনিটে প্রকৌশলী মাহমুদ বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

প্রকৌশলী মাহমুদ রাউজানের কোয়েপাড়ার মরহুম অধ্যাপক ওমদাদ উল ইসলামের দ্বিতীয় ছেলে এবং বাংলাদেশের খ্যাতিমান স্থপতি প্রয়াত মাজহারুল ইসলামের অনুজ। মঙ্গলবার বন্দর ভবন চত্বর, জমিয়তুল ফালাহ মসজিদ ও রাউজানের কোয়েপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রকৌশলী মাহমুদ সিজেকেপি, রাইফেল ক্লাব, বিএনএসবি, ডায়াবেটিস হাসপাতালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।