ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সুগন্ধায় ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, জানুয়ারি ৪, ২০১৬
সুগন্ধায় ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ ১ জনের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবসিক এলাকায় একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগুন আতংকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ধোঁয়ায় অসুস্থ হয়েছেন তিনজন।



সোমবার (৪ জানুয়ারি) রাত ১০টা ৩৫ মিনিটে মো.ইলিয়াছের মালিকানাধীন ছয়তলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

অসুস্থ চারজন হলেন- মো.আবু তাহের চৌধুরী(৭৮), জাহানারা নাজনীন(৩৫), মহিউদ্দিন(৮) ও মো.ফারুক (৪৫)।
এরমধ্যে হাসপাতালে নেওয়ার আবু তাহেরকে মৃত ঘোষণা করেন ডাক্তারা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায দেড়গণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক হামিদ বাংলানিউজকে জানান, আগুনে ধোঁয়ায় অসুস্থ ও নামতে গিয়ে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে চিকিতসাধীন অবস্থায় আবু তাহের মারা যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মো.ইয়াহিয়া বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন লাগে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ধোঁয়ায় অসুস্থ চারজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।