ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ওজনে ফাঁকি

দুই পেট্রোল পাম্পকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, জানুয়ারি ৪, ২০১৬
দুই পেট্রোল পাম্পকে পৌনে দুই লাখ টাকা জরিমানা ছবি : প্রতীকী

চট্টগ্রাম: ওজনে কম দেওয়ার অভিযোগে নগরীতে দুটি পেট্রোল পাম্পকে পৌনে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যা পাঁচটার দিকে নগরীর নাসিরাবাদ এলাকায় বিএসটিআই ও র‌্যাব যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

সরওয়ার আলম বাংলানিউজকে বলেন, ‘ওজনে ফাঁকি দেওয়ার অপরাধে নাসিরাবাদ এলাকায় অবস্থিত ফয়েজ আহমেদ অ্যান্ড সন্সকে এক লাখ টাকা এবং বাদশা মিয়া অ্যান্ড সন্সকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।