ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোস ব্রাদার্সকে ২ লাখ টাকা জরিমানা

‘এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
‘এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘এত পচা মিষ্টি, কবে বানিয়েছিল জানে না কারিগরও। দুর্গন্ধ ছড়াচ্ছে।

মিষ্টির ওপর ছত্রাক পড়েছে। মরা তেলাপোকা, মাছি, পোকামাকড় ভাসছে।
যেখানে মিষ্টি তৈরি হচ্ছে, যেখানে বড় বড় পাত্রে রাখা হচ্ছে সেখানের পরিবেশ এত নোংরা ভাষায় প্রকাশ করা কঠিন। ’

নগরীর নন্দনকাননে ‘ঐতিহ্যবাহী’ বোস ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বাংলানিউজকে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

সোমবার বিকেলে নোংরা পরিবেশ, পচা মিষ্টি মজুদ ও বিক্রির জন্য রাখা মিষ্টির ওপর পোকামাকড়, ছত্রাক পাওয়ায় বোস ব্রাদার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।  

এর আগে সকালে রয়েল বাংলা সুইটস ও ইকবাল সুইটসকে নোংরা পরিবেশ এবং মিষ্টান্নের ওপর মরা পোকামাকড়, মাছি ও তেলাপোকা পাওয়ায় ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়া মিষ্টিগুলো জব্দ করে নালায় ফেলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি

** মিষ্টিতে ভাসছে মাছি আর তেলাপোকা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।