ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পারিবারিক কলহ

ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম: পারিবারিক কলহের জের ধরে চান্দগাঁও শহীদপাড়া কবির মিস্ত্রি কলোনির এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন শাহিন আকতার (২৫)।

এরপর তাকে উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শাহিন আকতারের স্বামী মো. আজাদ।
তাদের গ্রামের বাড়ি সাতকানিয়ার পূর্ব গাটিয়াডেঙ্গা। বর্তমানে চান্দগাঁওতে ভাড়া বাসায় থাকে।

শাহিন আকতারের দুলাভাই আবদুল কাদের বাংলানিউজকে জানান, শাহিনের স্বামী কক্সবাজারে দারোয়ানের চাকরি করে। ফাঁকে ফাঁকে টমটম চালায়। শাহিন কালুরঘাট বিসিকের একটি পোশাক কারখানায় চাকরি করতো। তাদের বিয়ে হয়েছিল আড়াই-তিন বছর আগে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই ছিল।

সোমবার সকাল ১০টায় আবদুল কাদের জানান, শাহিনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।