ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভূমিকম্পে কেঁপে ওঠে বৃহত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
ভূমিকম্পে কেঁপে ওঠে বৃহত্তর চট্টগ্রাম

ঢাকা: দেশের বিভিন্ন স্থানের মতো চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামও ভূমিকম্পে কেঁপে ওঠে। তবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনের ঝাঁকুনি অনুভব করেন চট্টগ্রামবাসীও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানায়।
কিন্তু এক ঘণ্টা পর সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।

এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট, ব্যুরো ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টরা।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।