ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিশু জিহাদের অপহরণকারী সুমি কক্সবাজারে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
শিশু জিহাদের অপহরণকারী সুমি কক্সবাজারে গ্রেফতার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর ইপিজেড এলাকা থেকে অপহৃত হওয়া পাঁচ বছরের শিশু জিহাদকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত নয়টার দিকে কক্সবাজারের ঈদগাঁ এলাকা থেকে অপহরণকারী সুমিকেও গ্রেফতার করা হয়।



নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল আলম বাংলানিউজকে বলেন, জিহাদকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশ জানার পর অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়।
এরপর বিশেষ কৌশলে নগর গোয়েন্দা পুলিশের একটি দল রোববার রাতে অপহরণকারী সুমিকে গ্রেফতার এবং অপহৃত জিহাদকে উদ্ধার করে।

তিনি জানান, জিহাদের মা একটি পোশাক কারখানায় চাকরি করে। অপহরণকারী সুমিও আরেকটি পোশাক কারখানায় চাকরি করে। হয়তো সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় ঘটেছিল। এ সুযোগ কাজে লাগিয়ে জিহাদকে অপহরণ করেছিল সুমি।    

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।