ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বায়েজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল আলম(৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।



পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রনগর আবাসিক এলাকায় জাবেদ আলম নামে এক ব্যক্তি গভীর নলকূপ বসানোর কাজ করছিল শ্রমিকরা। পাশে অপর একটি বাসার পাশে নালা পরিস্কার করছিলেন নুরুল আলম।


এসময় নলকূপ বসানোর কাজে ব্যবহৃত বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সাউদার্ন মেডিকেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহসিন বাংলানিউজকে বলেন, নলকূপ বসানোর কাজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অবৈধভাবে নলকূপ বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।