ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে কলোনিতে আগুনে পুড়ল তিন বসতঘর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রেলওয়ে কলোনিতে আগুনে পুড়ল তিন বসতঘর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে রেলওয়ে কলোনিতে আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টা ৫০ মিনিটে রান্নার চুলা থেকে রেলওয়ে কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশন থেকে আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পবন কুমার তালুকদার বাংলানিউজকে জানিয়েছেন, আগুনে ছয়জন মালিকের তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

** চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।