ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাত সর্দার জাকির সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, ডিসেম্বর ৩১, ২০১৫
ডাকাত সর্দার জাকির সহযোগীসহ গ্রেফতার, অস্ত্র উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে ডাকাত সর্দার জাকির ও তার সহযোগীকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।   তার কাছ থেকে অস্ত্র-গুলিও উদ্ধার করেছে পুলিশ।



বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দু’জন হল, মো.জাকির হোসেন প্রকাশ জাকিরা (৪২) এবং সহযোগী রোকন (২৫)।


বোয়ালখালী থানার ওসি শামছুল ইসলাম বাংলানিউজকে বলেন, জাকিরের নেতৃত্বে একটি ডাকাতদল বোয়ালখালী, পটিয়া, রাউজানে ডাকাতি করে।   তাদের অত্যাচারে মানুষ অতীষ্ঠ।   মোহরা এলাকায় ভাড়া ‍বাসায় জাকির থাকে।   সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জাকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা আছে।   এর মধ্যে একটি মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে।

জাকিরের কাছ থেকে একটি দোনলা বন্দুক, একটি দেশিয় তৈরি এলজি এবং পাঁচ রাউণ্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪২ ডিসেম্বর ৩১, ২০১৫
আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।