ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইপিজেডে আগুনে পুড়েছে তিনটি বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, ডিসেম্বর ৩০, ২০১৫
ইপিজেডে আগুনে পুড়েছে তিনটি বসতঘর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার নিজাম মার্কেট এলাকার মিয়াজী পাড়ায় অগ্নিকাণ্ডে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় আড়াইলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, একটি ঘরের জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই বিভিন্ন মালিকের কয়েক কক্ষ বিশিষ্ট তিনটি বসতঘর পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।