bangla news

‘শহীদ নূর হোসেন বাংলাদেশের গণতন্ত্রের হৃদয়’

239 |
আপডেট: ২০১৫-১১-১০ ৬:১৯:০০ এএম

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচলাইশস্থ মেডিসিন মার্চেন্ট এসোসিয়েশন হলে সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম: শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচলাইশস্থ মেডিসিন মার্চেন্ট এসোসিয়েশন হলে সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৮৭ সালে ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন শহীদ নুর হোসেন।  স্বৈরাচারী সরকার নুর হোসেনকে হত্যা করে গণআন্দোলন দমন করতে চেয়েছিল। কিন্তু নুর হোসেনের অভিনব প্রতিবাদী স্লোগান সারাদেশে এরশাদ বিরোধী আন্দোলনকে আরও সাহস ও শক্তি যুগিয়েছে। দেশের মানুষের প্রতিবাদী চেতনা আরও শাণিত করেছে।

তারা বলেন, শহীদ নুর হোসেন বাংলাদেশের গণতন্ত্রের হৃদয়ে পরিণত হয়। এদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে নুর হোসেনের নাম চিরভাস্বর হয়ে থাকবে।

সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব ও উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, কাজল দাশ গুপ্ত, এড. নুরুল ইসলাম সায়েম, বেগম মিলি চৌধুরী, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মিঠুন, নাছির উদ্দিন রিয়াজ, সম্পাদক মন্ডলীর সদস্য কামাল উদ্দিন, পলাশ বড়ুয়া, আবদুল মালেক খান, ইকতিয়ার উদ্দিন তারেক, আবদুর রহিম, মাখন দাশ, রাজীব চন্দ, কফিল উদ্দিন তারেক, ইব্রাহিম খলিল, নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, এয়াকবু আলী, শাওয়াল আজম, মো. আলাউদ্দিন, মিশু সেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আইএসএ/টিসি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2015-11-10 06:19:00