ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরের বহির্নোঙরে ডুবেছে লবণবোঝাই ট্রলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
বন্দরের বহির্নোঙরে ডুবেছে লবণবোঝাই ট্রলার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে এমভি জাহেদুল ইসলাম নামে একটি লবণবোঝাই ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের পাঁচ মাঝি-মাল্লা নিরাপদে ফিরেছেন।

 
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

ট্রলারটি ৩৫ টন লবণ নিয়ে কক্সবারের মহেশখালী থেকে কোরালখালী এস এ সল্ট কারখানায় যাচ্ছিল।


চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বাংলানিউজকে জানান, দুপুরে বন্দরের বহির্নোঙরে লবণবোঝাই ট্রলার ডুবে যায়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের অ্যাম্বুলেন্স বোট গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তিনজনকে উদ্ধার করে।

উদ্ধারকৃতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন জানিয়ে তিনি বলেন, অপর দুইজন সাঁতরে পাড়ে উঠেছে।  

উদ্ধারকৃতরা হলো- মোহাম্মদ সেলিম (১৯), নাসির (৪৭) ও মো.সাহাবুদ্দিন(৩৮)।  

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের মাতারবাড়ি এলাকায় সাগরে ঢেউয়ের তোড়ে লবণবোঝাই ট্রলারটি ডুবে যায় বলে জানান জাফর আলম।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।