ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আক্রোশ থাকলে আমাদের উপর আক্রমন করুক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
‘আক্রোশ থাকলে আমাদের উপর আক্রমন করুক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন,‘আপনার যদি আক্রোশ থাকে আমার উপর থাকতে পারে, এমপিদের উপর থাকতে পারে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর থাকতে পারে।   সাধারণ মানুষ কি দোষ করেছে? তার সকল কর্মকাণ্ড সাধারণ মানুষের বিপক্ষে।

নিরীহ জনগণকে তারা আক্রমন করছে। ’

তিনি বলেন,‘তাদের যদি আক্রোশ থাকে তাহলে আমাদের উপর আক্রমণ করুক।
  এ সহিংসতা অচিরেই শেষ করা হবে।   এভাবে চলতে পারে না। ’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পেট্রলবোমায় দগ্ধ চিকিৎসাধীন লোকজনকে দেখতে এসে এসব কথা বলেন তিনি।   এসময় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।

গণপূর্তমন্ত্রী বলেন,‘কুমিল্লার চৌদ্দগ্রামে অতর্কিতভাবে যেটা হলো, এটা অমানবিক।   তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করছে।   একজন ট্রাক ড্রাইভার কি দোষ করেছে?’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন,‘এ আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে।   মাঠে তাদের নেতাকর্মী নেই।   তারা প্রকাশ্য কিছুতে নেই।   এটা সন্ত্রাস। এটা টেরোরিজম। যে টেরোরিজমের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে ঐক্যবদ্ধ।   টেরোরিজমকে আমরা কোন দিনই প্রশয় দিতে পারি না।   তাদেরকে দেখা যাচ্ছে না, হঠাৎ করে একটা বোমা মেরে চলে যায়। ’

মন্ত্রী বলেন,‘এধরণের আন্দোলনতো কোনদিন দেখিনি।   আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারীর প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলনের একটা পূর্ণরুপ থাকে।   আন্দোলন যারা করে তাদের নেতাকর্মীরা মাঠে থাকে।   ১৯৮৮ সালের আন্দোলনেও সেটা দেখেছি আমরা।   তাদের সঙ্গে কোন দেশবাসী নেই।   যদি থাকতো তাহলে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা থাকতো। ’

তিনি বলেন,‘১৫ ফেব্রুয়ারী নির্বাচনের বিরোধীতা করে অসহযোগ আন্দোলন করেছিলাম।   ঢাকা-চিটাগং লিংক সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম।   বন্দর আমরা বন্ধ করে দিয়েছি। ’

মন্ত্রী বলেন,‘এসএসসি পরীক্ষা চলছে।   ১৫ লাখ কোমলমতি শিশু পরীক্ষা দিবে।   তাদের প্রথম পরীক্ষা।   এরা হলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম।   এদেরকে পরীক্ষা দিতে না দেওয়ার জন্য বারবার হরতাল দেওয়া হচ্ছে।   হরতালকে বাড়ানো হচ্ছে।   এটাতো ঠিক না। ’

তিনি বলেন,‘বেগম জিয়ার দুই নাতনি মালয়েশিয়া থেকে এসেছিল।   তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য বেগম জিয়া পাঠিয়ে দিল।   এদিকে ১৫ লাখ কোমলমতি শিশুকে পরীক্ষা দিতে দিচ্ছে না।   এটা কোন ধরণের রাজনীতি?’

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,‘এটা কোন আন্দোলন নয়, এটা সহিংসতা।   রাজনীতির নামে মানুষ হত্যা করা হচ্ছে।   আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি সংসদ এবং বাইরে। ’

তিনি বলেন,‘বিএনপি-জামায়াত ধ্বংসাত্মক কাজ করছে। তাদেরকে আহবান জানাবো সাধারণ মানুষকে যেন এসব থেকে রেহায় দেয়।   এটাতো কোন আন্দোলন হতে পারে না।   মানুষ হত্যা এটা বাংলাদেশ কেন পৃথিবী মেনে নিচ্ছে না। ’

ভূমি প্রতিমন্ত্রী বলেন,‘রাজনীতিতে অনেক ধরণের আন্দোলন হতে পারে।   বাঙালী জাতির ইতিহাসতো আন্দোলন নিয়ে।   এ ধরণের আন্দোলনতো এ জাতি কখনো দেখেনি।   আশা করি এধরণের সহিংস রাজনীতি থেকে তারা বিরত থাকবে ‘

এসময় মন্ত্রীরা আগুনে দগ্ধদের অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারী ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।