ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইপিইউ’র ভাইস প্রেসিডেন্ট ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
আইপিইউ’র ভাইস প্রেসিডেন্ট ফজলে করিম চৌধুরী ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)’র কমিটি অন দ্যা হিউম্যান রাইটস অফ পার্লামেন্টারিয়ানস’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

শনিবার থেকে জেনেভায় মানবাধিকার সর্ম্পকিত এ কমিটির অধিবেশন শুরু হয়।

  কমিটির চলমান ১৪৬তম সেশনে ২০১৮ সালের জুলাই মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য তিনি নির্বাচিত হয়েছেন।

কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাজ্যের এ. ক্লাইড।


বিভিন্ন দেশের সংসদ সদস্যদের অংশগ্রহণে আইপিইউ’র এ চলমান অধিবেশনে বিশ্বের ৪০টি দেশের ৩০১জন সাংসদের মানবাধিকার সর্ম্পকিত মামলা দ্রুত সময়ে নিষ্পত্তির বিষয়ে জোর দেওয়া হয়।

চারদিনের এ অধিবেশনে কমিটি দক্ষিণ আফ্রিকা ও আমেরিকাসহ অন্যান্য দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ নতুন মামলার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করে।

২০১৩ সালের মার্চ মাস থেকে ফজলে করিম চৌধুরী এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত বছর জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।