ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা জরুরী

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা জরুরী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জীবনে কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা অর্জন জরুরী বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার নগরীর কদম মোবারক এম ওয়াই বালক-বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।



বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আ জ ম নাছির উদ্দীন বলেন, জীবনের চলার মোটেও পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ অনেক বন্ধুর।   নানা ঘাত-প্রতিঘাত-প্রতিকূলতা পেরিয়ে জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে হবে।
  তবে এ লক্ষ্য অর্জনে নৈতিক মূল্যবোধের শিক্ষা অর্জন করতে হবে। এ শিক্ষাই লক্ষ্য অর্জনের প্রধান পাথেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাডেট আবু জহুর।   সিনিয়র শিক্ষিকা সালমা জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম শুক্কুর।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান মাওলানা মোহাম্মদ রিদুয়ানুল হক।   আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।