ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পেঁয়াজবাহী ট্রাকে পেট্টলবোমা, দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সীতাকুণ্ডে পেঁয়াজবাহী ট্রাকে পেট্টলবোমা, দগ্ধ ২ ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শুকলাল হাট এলাকায় একটি পেঁয়াজবাহী ট্রাকে পেট্টলবোমায় চালকসহ দুইজন দগ্ধ হয়েছেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন ট্রাক চালক আজিজুর রহমান (৩৫) ও সহকারী মো. শামীম (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে জানান, ঢাকামুখী পেঁয়াজবাহী ট্রাকটি শুকলাল হাটে যাওয়ার পর দুর্বৃত্তরা পেট্টল বোমা নিক্ষেপ করে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালকসহ দুইজন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ দুইজনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫/আপডেট : ১১০৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।