ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা চির স্মরণীয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
‘মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা চির স্মরণীয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম বলেছেন,‘মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন সরকার ও  প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে সহযোগিতা করেছেন তা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ’

সোমবার রাতে চট্টগ্রামের সহকারি হাই কমিশন কার্যালয়ে ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।



তিনি বলেন,‘মুক্তিযুদ্ধে ভারতীয় ‍মিত্রবাহিনীর আত্মত্যাগ এ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। যা ভুলবার নয়।


অনুষ্ঠানে সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার বলেন,‘ভারতের রাষ্ট্র চেতনাকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ’

ভারতবাসীর অন্তরের গহীনে বাংলাদেশের জন্য ভালবাসা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সহকারি হাই কমিশনার বলেন,‘বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রীর বন্ধন রয়েছে। তা দিন দিন আরও দৃঢ়তর হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে অবকাঠামো উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। ’

এসময় বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণ করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, রাশিয়ান ফেডারেশনের কনস্যুল জেনারেল ওলেগ পি. বয়কো, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুব আলম।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।